আজকাল ওয়েবডেস্ক: রোগীকে গরুর ডাক্তার দেখানোর পরামর্শ চিকিৎসকের। সেইসঙ্গে চিকিৎসকের সহকারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই রোগীর স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। দুই অভিযোগ ঘিরে উত্তাল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হসপিটাল। ক্ষুব্ধ রোগীর পরিবার হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে খতিয়ে দেখার আশ্বাস দেন সুপার। সুবিচার না পাওয়া গেলে হাসপাতালে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

 

জানা গিয়েছে, এগরা ১ নম্বর ব্লকের জেড়থান গ্রামের বাসিন্দা তপন বেরা তাঁর স্ত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এর আগে আরও কয়েকজন চিকিৎসকের কাছে স্ত্রীকে নিয়ে গেলেও তাঁর রোগমুক্তি হয়নি। গত শুক্রবার হাসপাতালে গিয়ে কর্তব্যরত ডাক্তার সুপ্রতিম মান্নাকে বলেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। ওড়িশার এইমস-এ পর্যন্ত তিনি স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। কিন্তু সুগার কোনওভাবেই কমানো যাচ্ছে না।‌ চিকিৎসককে তিনি অনুরোধ করেন, সুগারের সমস্যাটির দিকে তিনি যেন একটু বিশেষ নজর দেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়। রোগীর পরিবারের এই কথা শুনে আচমকাই খেপে ওঠেন ওই চিকিৎসক। 

 

অভিযোগ, ওই চিকিৎসক সকলের সামনে তাঁকে কটুক্তি করে বলেন, অসুখ সারাতে তিনি যেন কোনও গরুর ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করেন। চিকিৎসকের সহকর্মীরাও রোগীর বাড়ির লোককে অপমান করেন বলে অভিযোগ। এরপর রোগীকে দু'টি পরীক্ষা করে আসতে বলেন চিকিৎসক। কিন্তু সেই পরীক্ষার রিপোর্টও তিনি দেখতে চাননি বলে অভিযোগ। চূড়ান্ত অপমানজনক পরিস্থিতি তৈরি হয় যখন চিকিৎসকের সহকারী রোগীর পরিজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।‌ সোমবার ওই রোগীর প্রতিবেশীরা হাসপাতালে এসে সুপারের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা জানান। তাঁদের দাবি, গ্রামের মানুষরা অনেকসময় গুছিয়ে কথা বলতে পারেন না বলে তাঁদের সঙ্গে এরকম ব্যবহার করা হবে! সুপার সমীর আচার্য্য জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। দু'পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।