আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন ঘড়ির কাঁটায় ঠিক তখন ছ'টা। সারাদিন পেট্রোল ডিজেলের বাজার দর কী থাকবে জানা যায় তখনই। সারা বিশ্বে অপরিশোধিত তেলের বাজারদর ওঠানামা করতে থাকে প্রতিদিন। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভারতে তেলের বাজারদর।
সকালে উঠে অনেকেরই ভরসা দু'চাকা কিংবা চারচাকা। সপ্তাহের শুরুতে সোমবার তাই চোখ রাখা যাক পেট্রোল আর ডিজেলের দাম কেমন যাচ্ছে।
কমেছে পেট্রোলের দাম। কলকাতায় সোমবার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা, লিটার পিছু ডিজেল যাচ্ছে ৯১.৭৬ টাকা। গত দশ দিনে দামের ফারাক চোখে পড়েনি।
এবার অন্য মেট্রোপলিটন শহরের দিকে চোখ রাখা যাক। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৪৪ টাকা। আর ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু ৯২.৩৪ টাকা। দেশের রাজধানী দিল্লিতে এই দাম তুলনায় কম। ৯৪.৭২ টাকা প্রতি লিটার পেট্রোল আর ডিজেল লিটার পিছু ৮৭.৬২ টাকা।
শুধু মেট্রোপলিটন শহরেই নয়, এই পেট্রোল আর ডিজেলের দামের হেরফের হয় একই রাজ্যের ভিন্ন শহরগুলিতে। পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলোর মধ্যে বাঁকুড়ায় ১০৫.৫৯ টাকা, হুগলিতে ১০৫.২৫ টাকা, দার্জিলিং -এ ১০৪.৭৫ টাকা, ঝাড়গ্রামে ১০৫.৬৭ টাকা এবং মালদায় ১০৫.১৩ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। অন্যদিকে এই শহরগুলিতে ডিজেলের দাম যথাক্রমে ৯২.৩৬ টাকা, ৯২.০৪ টাকা, ৯১.৫৭ টাকা, ৯২.৩৯ টাকা এবং ৯১.৯৩ টাকা।
