আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে চলছে মিছিল। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ নেমেছেন পথে। আরজি করের ঘটনার প্রতিবাদেই রবিবার নৈহাটিতে মিছিল ছিল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তনীদের। সেখানে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষও। কিন্তু তারই মাঝে রাজনৈতিক স্লোগানে অশান্ত হয়ে ওঠে মিছিল। শ্লীলতাহানি করা হয় একাধিক মহিলার। সেই ছবি ভাইরাল হয় ফেসবুকে। সেই ঘটনাতেই দোষীদের শাস্তির দাবিতে এবার সরব হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পার্থ লেখেন, ‘আর.বি.সি রোড দিয়ে মিছিল চলাকালীন ডা: তরুণ অধিকারী'র নার্সিংহোমের কাছাকাছি হঠাৎই কেউ বা কারা মিছিল থেকে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। যা নিয়ে মিছিলের মধ্যেই থাকা বহু অরাজনৈতিক ব্যক্তিরা প্রবল আপত্তি শুরু করেন। তারপরেও কেউ কেউ ক্রমাগত রাজনৈতিক স্লোগান করতে থাকলে, প্রাক্তনীদের মধ্য থেকেই আপত্তি আরো তীব্রতর হয়। এবং সেই থেকে বচসা শুরু হয়। যা অত্যন্ত অনভিপ্রেত ছিলো’। ঘটনায় আহত হয়েছেন প্রচুর মানুষ। তবে এই হামলার পিছনে কাদের হাত আছে তা এখনও স্পষ্ট নয়।
সেই প্রশ্ন তুলেই পার্থ ভৌমিক দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে তিনি লেখেন, ‘আমি প্রশাসনকে অনুরোধ করছি, এলাকার প্রতিটি সিসিটিভি ক্যামেরা দেখে, চিহ্নিত করতে যে কে বা কারা গতকালের প্রতিবাদ মিছিলে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করেছে। দলমত নির্বিশেষে এদের প্রত্যেকের বিরুদ্ধে যাতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তা যেন নিশ্চিত করা হয়’।
