আজকাল ওয়েবডেস্ক : ফের একবার মুর্শিদাবাদের জেলার একটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকাবাসীদের মধ্যে। মুর্শিদাবাদের সুতি থানার সাদিকপুর বাবুপাড়া এলাকার একটি বহু প্রাচীন রাধা গোবিন্দ মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার সোনা এবং রূপোর গয়না চুরি করে নিয়ে গেল কিছু দুষ্কৃতী। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সম্প্রতি কান্দি থানা এলাকায় একটি মনসা মন্দির থেকে বিগ্রহটি চুরি করে নিয়ে চলে যায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনার কিনারা হওয়ার আগেই সাদিকপুরের রাধা গোবিন্দ মন্দির থেকে বিগ্রহের গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের অন্যতম সেবাইত সঞ্জয় চক্রবর্তী বলেন," শুক্রবার সকালে মন্দিরে দরজার তালা খুলতে গিয়ে দেখতে পাই তালাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর দরজা খুলে দেখতে পাওয়া যায় রাধা এবং গোবিন্দের গলার হার, মাথার মুকুট সহ অন্যান্য গয়না কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে।" সঞ্জয়বাবু বলেন," এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। পাঁচ বেলা এখানে পুজো হয়। এলাকার প্রচুর লোক এখানে পুজো দিতে আসেন। আমাদের ধারণা এই চুরির ঘটনার সাথে স্থানীয় কোনও লোকজন জড়িত রয়েছে।" অন্যদিকে চুরির ঘটনার খবর পাওয়ার পর সুতি থানার পুলিশ পৌঁছায়। যদিও এই ঘটনাতে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
