মিল্টন সেন: চন্দননগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ফরাসি বিভাগের শিক্ষা ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে স্মরণীয় করে রাখতে প্রকাশিত হল এক বিশেষ ডাক-খাম (স্পেশাল কভার)।
বৃহস্পতিবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি প্রথমে চন্দননগর মুখ্য ডাকঘর প্রাঙ্গণে সূচিত হয়। পরে বিস্তারিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চন্দননগর রবীন্দ্র ভবনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, পৌরনিগমের কমিশনার, মেয়র পারিষদের শিক্ষা বিষয়ক সদস্য, ডাক বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা, UNESCO–এর অফিসিয়াল পার্টনার IAA–র সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রকাশিত বিশেষ ডাক-খামে বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস, ফরাসি শিক্ষাধারার সমৃদ্ধ ঐতিহ্য এবং আজও চালু থাকা CEPE (French) পরীক্ষা ব্যবস্থার গৌরবময় উত্তরাধিকার তুলে ধরা হয়েছে।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা জানান, এই বিশেষ কভার প্রকাশের মাধ্যমে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং চন্দননগরের ইন্দো-ফরাসি শিক্ষাগত ইতিহাস জাতীয় স্তরে স্বীকৃতি পেল।
ডাক বিভাগের আধিকারিকদের মতে, এই বিশেষ ডাক-খাম সংগ্রাহক ও ইতিহাসপ্রেমীদের কাছে একটি মূল্যবান সংযোজন হয়ে থাকবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্মানের জন্য ডাক বিভাগ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে বিশেষ ডাক-খাম ও স্মারক সিল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং উপস্থিত অতিথিদের হাতে স্মারক কপি তুলে দেওয়া হয়।
