দিনের কোন সময়ে সবচেয়ে বেশি যৌনমিলন করতে চান মহিলারা?
নিজস্ব সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২৬ ১৭ : ১০
শেয়ার করুন
1
9
নারী ও পুরুষের যৌন আকাঙ্ক্ষার সর্বোচ্চ সময় সাধারণত এক নয়, এটি সম্পর্কের সমস্যা নয়, জৈবিক পার্থক্য।
2
9
অনেক মহিলার ক্ষেত্রে সন্ধ্যা থেকে রাত (প্রায় ৮টা–১০টা) মানসিক শান্তি ও ঘনিষ্ঠতার চাহিদা তুলনামূলক বেশি থাকে।
3
9
এই সময় পুরুষের টেস্টোস্টেরন সাধারণত দিনের দুর্বল স্তরে থাকে, ফলে ক্লান্তি বেশি অনুভূত হতে পারে।
4
9
রাতে পুরুষ শরীর বিশ্রাম ও হজমে বেশি মনোযোগী থাকায় যৌন আগ্রহ কমে যেতে পারে, সেটা ইচ্ছার অভাব নয়।
5
9
ভোরের দিকে (প্রায় ৩টা–৬টা) পুরুষের টেস্টোস্টেরন তুলনামূলকভাবে বেশি থাকে, ফলে শারীরিক প্রস্তুতি বাড়ে।
6. ভোরের সতেজতা পুরুষের শক্তি, মনোযোগ ও স্ট্যামিনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
6
9
পর্যাপ্ত বিশ্রামের পর ভোরে অনেক মহিলার সংবেদনশীলতা ও সাড়া দেওয়ার ক্ষমতাও ভালো হতে পারে।
7
9
আলতো ও সম্মানজনকভাবে জাগালে ভোরের ঘনিষ্ঠতা উভয়ের জন্যই আরামদায়ক হতে পারে।
8
9
সময়ের অমিলকে ব্যক্তিগত প্রত্যাখ্যান হিসেবে না দেখে জৈবিক বাস্তবতা হিসেবে বোঝা সম্পর্কের জন্য ভাল।
9
9
যৌন জীবনে সন্তুষ্টির জন্য সঠিক সময় নির্বাচন, পারস্পরিক সম্মতি ও যোগাযোগ, এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।