আজকাল ওয়েবডেস্ক: পানাগড়ে চন্দননগরের তরুণীর মৃত্যু কান্ডে অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে সুতন্দ্রা এবং তাঁর সঙ্গীরা নিদারুণ আতঙ্কের শিকার হন। অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁদের গাড়িকে ধাওয়া করে এবং ক্রমাগত কটুক্তি করতে থাকে। জীবন বাঁচাতে দ্রুতগতিতে গাড়ি চালানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু পানাগড় বাজারের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার।

দুর্ঘটনার পর থেকেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। চার অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। অবশেষে পুলিশ কাঁকসা থেকে অভিযুক্তদের মধ্যে একজন, বাবলু যাদবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাবলু যাদব পেশায় গাড়ি ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, তাঁর সাথে কারা ছিল এবং সেই রাতে ঠিক কী ঘটেছিল তা জানার জন্য বাবলুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনার পর এলাকা জুড়ে তীব্র শোকের ছায়া নেমে এসেছে।