আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর মাস থেকে নতুন নিয়ম চালু হল ইউপিআই লেনদেনের ক্ষেত্রে। গুগল পে থেকে পেটিএম কিংবা ফোন পে থেকে অ্যামাজন পে সবতেই কার্যকরী হচ্ছে নতুন নিয়ম। কমবেশি সকলেই ব্যবহার করেন ইউপিআই। দেখা যাক নতুন কী পরিবর্তন শুরু হল। মূলত লেনদেনের ক্ষেত্রে দুটি পরিবর্তন হয়েছে।
প্রথমত, প্রতি লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক সীমা বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা। আগে ছিল এই পরিমাণ ৫০০ টাকা। অর্থাৎ বাড়িয়ে দেওয়া হল দ্বিগুণ। পিন ছাড়াই এই লেনদেন করা যাবে। একইসঙ্গে বাড়ল ওয়ালেটের সর্বোচ্চ ব্যালেন্স সীমাও। আগে এটা ছিল দুই হাজার টাকা। এখন থেকে ওয়ালেটে রাখা যাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত। তবে দৈনিক সর্বোচ্চ লেনদেন করা যাবে চার হাজার টাকা।
দ্বিতীয়ত, যুক্ত হল অটো টপ আপ ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে ইউপিআই লাইট ওয়ালেট একটি নির্দিষ্ট সীমার নিচে চলে গেলে সেটি অটোমেটিক্যালি রিচার্জ হয়ে যাবে। ন্যাশনাল পেমেন্টস অফ কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই সিস্টেমের ফলে ব্যালেন্স ম্যানেজমেন্ট করা আরও সহজ হবে। ব্যালেন্স নির্দিষ্ট সীমার নীচে চলে গেলে ইউপিআই লাইট নিজে থেকেই সংযুক্ত ব্যাংক একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণে রিচার্জ করে নেবে। তবে একজন ব্যক্তি সারাদিনে সর্বাধিক পাঁচবার এই সুবিধা নিতে পারবেন।
এই সুবিধে চালু হচ্ছে শুধু ইউপিআই লাইটের ক্ষেত্রেই। লেনদেনের ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করে থাকেন মূলত ছোট দোকানদার ছোট ব্যবসায়ীরা। তাদের ক্ষেত্রে সুবিধে দিতেই এই উদ্যোগ।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে মাসে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সংক্ষেপে NPCI প্রায় ১৬.৫৮ বিলিয়ন UPI লেনদেন করেছে। গত মাস অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় শতাংশের হিসেবে যা প্রায় ১০ শতাংশ বেশি।
