আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার চাকদহ থানার অন্তর্গত কল্যাণী ব্লকের মদনপুর-২ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর দক্ষিণপাড়া এলাকায় বাড়ির দরজার সামনে রহস্যজনক পুতুল উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক নরেশ সরকার এলাকায় একজন বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পুতুলটির গায়ে একাধিক পেরেক পোতা ছিল এবং গলায় ব্লেড লাগানো অবস্থায় বাড়ির দরজার সামনে রাখা ছিল। তাঁর দাবি, বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ির পিছনের দরজা খুলতেই তিনি ওই ভয়াবহ দৃশ্য দেখতে পান। পুতুলটির এমন অবস্থায় দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। নরেশের অভিযোগ, আজ থেকে প্রায় ১০ বছর আগেও তিনি একাধিকবার হুমকির মুখে পড়েছিলেন। যদিও সেই সময় বা বর্তমান ঘটনায় ঠিক কারা বা কোন পক্ষ থেকে এই হুমকি আসছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
ঘটনার খবর পাওয়া মাত্রই চাকদহ থানায় জানানো হয়। এরপর পুলিশ নরেশ সরকারের বাড়িতে এসে পুতুলটি উদ্ধার করে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কী উদ্দেশ্যে এই পুতুলটি বাড়ির দরজার সামনে রেখে যাওয়া হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন নরেশ ও তাঁর পরিবার।
প্রতিবেশী দশরথ চন্দ্র অধিকারী জানান, বৃহস্পতিবার সকালে নরেশ তাঁকে ফোন করে বিষয়টি জানান। এরপর তিনিই প্রথম থানায় ফোন করে পুলিশকে খবর দেন। তাঁর দাবি, নরেশ সরকার একজন বিজেপি কর্মী হওয়ায় এটি রাজনৈতিক ষড়যন্ত্রও হতে পারে। পাশাপাশি, কোনও পুরনো ব্যক্তিগত শত্রুতার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মনে করছেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নরেশ ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন এমন অস্বাভাবিক ও ভয়ঙ্কর ঘটনার জেরে। অভিযোগের ভিত্তিতে চাকদহ থানার পুলিশ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে, পুতুলটি কে বা কারা রেখে গিয়েছে, এর নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
