আজকাল ওয়েবডেস্ক: একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা ধার করাকে কেন্দ্র করে বিবাদের সময় মদ্যপ ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে সপ্তমীর (বৃহস্পতিবার) রাতে মুশিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রাম-ঘোষপাড়া এলাকায়। ঘটনার সময় অভিযুক্ত ছেলেকে বাধা দিতে এলে তার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও চারজন। বর্তমানে তাঁরা নবগ্রাম হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে -মৃত ওই মহিলার নাম বাণী ঘোষ (৫০)। মাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে শুকদেব ঘোষ এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত তার বিরুদ্ধে নবগ্রাম থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
মৃতের পরিবার সূত্র জানা গেছে -আর্থিক অনটনের কারণে পরিবার চালানোর জন্য সম্প্রতি বাণী ঘোষ একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কিছু টাকা চড়া সুদে ধার নিয়েছিলেন। এই নিয়ে মাঝেমধ্যেই তাঁর সাথে ছেলে শুকদেবের গন্ডগোল হত। সপ্তমীর রাতে শুকদেব মদ খেয়ে বাড়ি ফেরে এবং তারপর একই বিষয় নিয়ে মায়ের সাথে সে ঝগড়া শুরু করে।
মৃতের এক আত্মীয়া আলো ঘোষ বলেন, 'মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে শুকদেব বারবার চিৎকার করে বলতে থাকে সে ব্যাঙ্ক থেকে বাবা-মায়ের নেওয়া ধার করা টাকা শোধ করতে পারবে না। শুকদেবের মা তাকে চিৎকার করতে বারণ করলে হঠাৎই ঘরের এক কোণে রাখা একটি ধারালো হাসুয়া নিয়ে সে মাকে আঘাত করে।' রক্তাক্ত অবস্থায় বাণীদেবীকে পড়ে যেতে দেখলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। আলো ঘোষ বলেন, 'শুকদেব সেই সময় ষ ওই ধারালো অস্ত্র দিয়ে পরিবারের আরও চার সদস্যকে আঘাত করে বাড়ির গোয়ালে রাখা গরুগুলোকে ছেড়ে দিয়ে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়।'
ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ গ্রামে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
