আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি শহর সাক্ষী থাকল এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক দৃশ্যের। সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে শনিবার বিকেলে কাঁথি জুড়ে আয়োজিত হল এক সুবিশাল বাইক র্যালি ও জনসভা।
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন-সহ বিভিন্ন ধর্মের প্রায় দশ হাজার সাধারণ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। এই সর্বধর্ম সমন্বয়ের সভা ও বাইক র্যালির মূল উদ্যোক্তা ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী মহম্মদ আব্দুস সাত্তার। তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং মানবিকতার এই বার্তাকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক শেখর হাজরা, অনুপম সাহু, পরিবেশবিদ সুকমল মাইতি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন-এর পক্ষে মহম্মদ বাঁকিবিল্লা মোল্লা, খ্রিস্টান ধর্মগুরু ফাদার- অর্পণ রানা-সহ বিভিন্ন ধর্মের বিশিষ্টজনরা। উল্লেখযোগ্যভাবে যুবকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
র্যালি থেকে জোরালো কণ্ঠে বার্তা দেওয়া হয়—ধর্ম নিয়ে রাজনীতি নয়, রাজনীতির ব্যবসা নয়। দেব-দেবী, ঈশ্বর, আল্লাহ বা গডকে কেন্দ্র করে কোনও দলাদলি বা রাজনৈতিক বিভাজন মেনে নেওয়া হবে না। উল্লেখযোগ্যভাবে, এই কর্মসূচিতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল না। র্যালিতে ছিলেন শুধুমাত্র ধর্মগুরু ও সর্বধর্মের প্রতীকী সাজে সাধারণ মানুষজন ও ছাত্র-ছাত্রীরা।
কাঁথি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি পৌঁছয় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। যা বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর বাড়ির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও বিধায়ক অখিল গিরি ও পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিকের বাড়িরও ঢিল ছোঁড়া দূরত্বে। সেখানেই আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয়ের এক জনসভা।
সভামঞ্চ থেকে একে একে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও জৈন সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সকলের বক্তব্যে উঠে আসে একটাই কথা—“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।” মঞ্চ থেকে মানবিকতা, সম্প্রীতি ও সহাবস্থানের এই বার্তাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
তাঁরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে কোনও রাজনৈতিক ব্যক্তি বা দল যদি ধর্মকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করতে চায়, তাহলে কাঁথির সাধারণ মানুষ আরও বৃহত্তর র্যালি ও আন্দোলনে নামবেন। ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে এই প্রতিবাদ যেন কাঁথির মাটি থেকেই গর্জে উঠল আপামর জনসাধারণের কণ্ঠে।
