আজকাল ওয়েবডেস্ক: নিজের জন্মদিনে ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে নিজের সংসদীয় এলাকায় 'সেবাশ্রয় ২' শুরু করলেন ডায়মন্ড হারবেরের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন তিনি সেবাশ্রয়ের নয়া পর্যায়ের সূচনার সঙ্গেই, একগুচ্ছ প্রশ্ন তুলে বিজেপির কাছে, কেন্দ্রের কাছে জবাব চেয়েছেন। নিন্দা করেছেন এবং জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর 'নাটক' মন্তব্যেরও। 


সোমবার, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, প্রধানমন্ত্রী বলেন, সংসদের শীতকালীন অধিবেশনকে নাটক করে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত করা না হয়। কটাক্ষের সুরে মোদি জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরোধীদের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে পরামর্শ দিতে পারেন। তার কয়েকঘণ্টাতেই তীব্র জবাব সাংসদ অভিষেকের। একের পর এক পয়েন্ট তুলে তিনি মনে করালেন, এই দেশের প্রতিটি মানুষ কেন্দ্রের প্রতিটি পদক্ষেপের জবাব চাইতেই পারেন। 

তিনি বলেন, 'বিরোধীরা কী দাবি করছে সংসদে? এসআইআর নিয়ে একদিন আলোচনা চাইছে, এটা কি নাটক? যদি বিজেপি মনে করে মানুষের জন্য সত্যি প্রশ্ন করা 'ড্রামা', তাহলে দেশের মানুষ দেখুন, পরের নির্বাচনে উত্তর পাবেন। জনগণ আগামী নির্বাচনে তাদের জবাব দেবে।' 

অভিষেক বলেন, 'BLO-সহ ৪০ জন মারা গিয়েছেন। তারা ECI কে দোষারোপ করেছেন। সরকারের জবাব কোথায়?' তিনি বলেন, 'ইসি বিএলও'দের প্রশিক্ষণ দেয়নি, তারা ত্রুটি দূর করেনি, ভোটার তালিকা আপডেট করা হয়নি এবং আমরা যখন আলোচনা চাইছি তখন প্রধানমন্ত্রী বলছেন এটা নাটক!'

এসআইআর-এ সাতদিন সময় বাড়ানো নিয়েও এদিন ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'আমরা আগে থেকেই বলছিলাম, দু'মাসে SIR সম্ভব নয়। কাল দেখলেন সাতদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে কী দেখা গেল? তৃণমূল যা বলছিল, বিরোধীরা যা বলছিল, তাই করা হচ্ছে। তাহলে ইগো কীসের? ছ'মাস, এক বছর ধরে করা  হোক, অসুবিধে নেই।' তারপরেই অভিষেক এদিন স্পষ্ট মনে করান, 'আমরা SIR-এর বিরুদ্ধে নই কিন্তু এটি যে পদ্ধতিতে কার্যকর করা হচ্ছে তার বিরুদ্ধে।' বিএলও'দের চরম সমস্যা নিয়ে এদিন সুর চড়ান তিনি। 

এছাড়াও পরপর অভিষেক প্রশ্ন করেন- 

১০ বছর আগে নোটবন্দির সময় মানুষ লাইনে দাঁড়িয়েছিল। কালো টাকার পরিমাণ বেড়েছে। জবাব কোথায়?

বিস্ফোরণ ঘটছে এবং সন্ত্রাসীরা আমাদের দেশে প্রবেশ করছে, যেটা কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ করার কথা, তার জবাব কোথায়?

অপরিকল্পিত SIR-এর কারণে ৪০ জন মারা গিয়েছে। জবাব কোথায়?

বিরোধীরা আইনি কাঠামোর মধ্যে থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। একইসঙ্গে তিনি এদিন মনে করান, যদি বিজেপি ভাবে, কেবল কয়েকটি রাজ্য জিতেছে বলেই তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়,  তাহলে যারা ক্ষমতায় বসানোর ক্ষমতা রাখে, তারা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। 

 

ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় আজ থেকে শুরু হল 'সেবাশ্রয় ২' ক্যাম্প। উদ্বোধন করবেন সাংসদ অভিষেক ব্যানার্জি। সোমবার প্রথমে বাটানগর নিউল্যান্ডের মাঠে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন অভিষেক। এরপর সূচনা করেন মহেশতলা চক-চান্দুল রথতলার সেবাশ্রয় ক্যাম্পের। 

 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি গত বছর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে এলাকাবাসীদের সুস্বাস্থ্যের অঙ্গীকার ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু করেছিলেন 'সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প'। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা জুড়ে শুরু হয়েছিল এই 'সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প'। অভিষেকের মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। ফের আরও একবার, তাঁদের সাহায্যার্থে শুরু হল, 'সেবাশ্রয় ২'।