আজকাল ওয়েবডেস্ক: সাংসারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর বচসা। তার জের পড়ল কোলের সন্তানের ওপর। রাগের মাথায় সাত মাসের কন্যাসন্তানকে নদীর জলে ছুড়ে ফেললেন বধূ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্বরূপকাঠি গ্রামে। পুলিশ অবশ্য ওই গৃহবধূকে আটক করেছে। 

 

উত্তর ২৪ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ থানার স্বরূপকাঠি বাসিন্দা অপূর্ব মণ্ডলের (নাম পরিবর্তিত) সঙ্গে বাসন্তী মণ্ডলের (নাম পরিবর্তিত) বিয়ে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অমত সত্ত্বেও বছর দুয়েক আগে অমিত ও বাসন্তী পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ওই দম্পতির সাত মাসের এক কন্যাসন্তান রয়েছে। রবিবার রাতে অপূর্ব ও বাসন্তীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ, রাগের মাথায় বাসন্তী অপূর্বর সঙ্গে আর সংসার করবেন না বলে জানিয়ে দেন। তারপর কোলের সাত মাসের শিশুকন্যাকে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা রায়মঙ্গল নদীর জলে ছুঁড়ে ফেলেন। স্থানীয় বাসিন্দারা অবশ্য জলে ঝাঁপিয়ে পড়ে ওই শিশুকন্যাকে উদ্ধার করেছেন। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই শিশুটি সুস্থ রয়েছে। 

 

গ্রামবাসীরা ওই গৃহবধূকে আটক করেন। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বাসন্তীকে আটক করেছে। পুলিশি জেরায় বাসন্তী জানিয়েছেন, পুত্র সন্তান না-হওয়ায় স্বামী তাঁকে প্রায়ই নানা কটু কথা বলতেন। সেই অপমান সহ্য না করতে পেরে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। 

 

প্রসঙ্গত, গত ৩১ মে হাসনাবাদ থানার ইছাপুর হলারচক গ্রামে স্বামী-স্ত্রীর গণ্ডগোলের সময় চার মাসের শিশুপুত্র কোল থেকে উঠোন পড়ে যায়। সপ্তাহ না ঘুরতেই আরেক মা তাঁর কোলের সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন।