আজকাল ওয়েবডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ চারটি আগ্নেয়াস্ত্র এবং দু"রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মিনারুল শেখ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মিনারুলকে জাহাঙ্গীরপুর এলাকা থেকে খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশে সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মাস্কেট, তিনটি সিঙ্গেল বোর পাইপ গান এবং দু"রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তির পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এবছরের পঞ্চায়েত নির্বাচনের সময় খড়গ্রামে একটি রাজনৈতিক খুন হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই খুনের বদলা নেওয়ার জন্যই মিনারুল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুত করা শুরু করেছিল। ধৃত ব্যক্তি কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল তা তদন্ত করে দেখছে খড়গ্রাম থানার পুলিশ।