আজকাল ওয়েবডেস্ক: পরনে শুধু স্যান্ডো গেঞ্জি, প্যান্ট। জামা খুলে উদ্দাম নাচ চিকিৎসকের। তাও আবার হাসপাতালের ডিউটি রুমে! সঙ্গী হবু স্ত্রী। তারস্বরে বাজছিল জনপ্রিয় হিন্দি গান। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে নাচতে মেঝেতে শুয়েও পড়েন চিকিৎসক। যে ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। শামলি জেলার সরকারি হাসপাতালের চিকিৎসক আফকার সিদ্দিকি। সম্প্রতি বাগদান হয়েছিল তাঁর। বাগদান সম্পন্ন হতেই আনন্দে হাসপাতালের মধ্যে জামা খুলে নাচ করতে দেখা গেছে তাঁকে। যে ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
জানা গেছে, বাগদানের পর হবু স্ত্রীর সঙ্গেই হাসপাতালের মধ্যে একটি ঘরে জামা খুলে, শুধু স্যান্ডো গেঞ্জি পরে নাচ করছিলেন তিনি। হাসপাতালের ডিউটি রুমের ভিতর তারস্বরে হিন্দি গান বাজছিল। সেই ঘরেই জামা খুলে নাচতে শুরু করেন চিকিৎসক। পরনে ছিল শুধুমাত্র প্যান্ট আর গেঞ্জি। হবু স্ত্রীর সঙ্গে নাচতে নাচতে মেঝেতেও শুয়ে পড়তে দেখা গেছে চিকিৎসককে। এই ভিডিওটি ওই চিকিৎসকের ফোনেই ক্যামেরাবন্দি হয়। এরপর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
?t=z_qb6-kGYlq1p2p-bir4WQ&s=08
জানা গেছে, চিকিৎসকের জামা খুলে নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা শামলির ভাইরাল ঊর্ধ্বতন চিকিৎসাকর্তাদেরও নজরে পড়ে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয় চিকিৎসক আফকারের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শোকজ় করা হয়েছে ওই চিকিৎসককে। হাসপাতালে ডিউটি রুমের ভিতর গান চালিয়ে তিনি কেন নাচ করছিলেন, তার কারণ জানতে চেয়ে জবাব তলব করা হয়েছে।
প্রসঙ্গত, বিয়ের উদযাপনে উদ্দাম নাচকে কেন্দ্র করে অতীতেও একাধিক অশান্তি সৃষ্টি হয়েছে। বিয়ের অনুষ্ঠান ঘিরে তুমুল উন্মাদনা থাকে পাত্র-পাত্রী দুইপক্ষের আত্মীয়দের। নানা পরিকল্পনা শেষে কয়েক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। বিয়ের সাজপোশাকের পাশাপাশি বিয়ের আসর সাজানো ঘিরেও থাকে নানা পরিকল্পনা। মনের মতো ফুল, আলোয় সেজে ওঠে আসর। হাজার হাজার টাকা ব্যয় হয়ে এর পিছনে। কিন্তু এক বিয়েবাড়িতে বরযাত্রীদের তুমুল নাচের জেরে ধ্বংসস্তূপে পরিণত হল গোটা বিয়ের আসর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিয়েবাড়িতে বরযাত্রীদের তুমুল নাচের ভিডিও। উদ্দাম নাচ দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বরযাত্রীরা তুমুল নাচে রীতিমতো মত্ত। নাচের মাঝে একে অপরকে ছুড়ে মারছেন চেয়ার, টেবিল। এমনকী খাবার টেবিলে রাখা প্লেট, গ্লাস পর্যন্ত ছুড়ে ছুড়ে মাটিতে ফেলছেন।
এখানেই শেষ নয়। নাচতে নাচতে কয়েকজন যুবক মাটিতে রাখা কার্পেট পর্যন্ত তুলে ফেলেন। কেউ কেউ খুঁটি ধরে উপরে উঠে ছিঁড়ে ফেলেন প্যান্ডেলের কাপড়। নাচতে নাচতে খুলে ফেলেন জামাকাপড়। বরযাত্রীদের এমন নাচের জেরে, কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় বিয়ের আসর।
নাচের ভিডিওটি হু-হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ৪৪ মিলিয়ন মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। নাচের ভিডিও দেখে অনেকেই হাসতে হাসতে লুটিয়ে পড়েছেন। আবার একাংশের নেটিজেনরা উষ্মা প্রকাশ করেছেন। এভাবে উন্মত্তের মতো নাচের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ঘিরেই বিরক্ত প্রকাশ করেছেন অনেকে।
