আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। কিন্তু ঘোষিত হল না বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ। হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর এই কেন্দ্র সাংসদহীন অবস্থায় রয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন কবে, তা নিয়ে শাসক-বিরোধী দুই শিবিরই প্রশ্ন তুলেছে।

 

 

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্র। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির আস্থাভাজন হাজি নুরুল ইসলাম ছিলেন বসিরহাটে ঘাসফুল শিবিরের বাজির ঘোড়া। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন রেখা পাত্র।

 

 

খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে টেলিফোন বার্তায় তাঁকে লড়াইয়ের উৎসাহ জুগিয়েছিলেন। লোকসভা ভোটের প্রচারে অশোকনগরের জনসভায় প্রধানমন্ত্রী রেখাকে পাশে বসিয়ে বরাভয় দিয়েছিলেন। তাঁকে জেতাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিস্তর ঘাম ঝরিয়েছিলেন। ভোটের ফলাফলে হাজি নুরুল সহজেই রেখাকে পরাজিত করেন। ৩ লক্ষ ৩৩ হাজার ভোটে বসিরহাটে তৃণমূল জয়লাভ করে। 

 

কিন্তু গত ২৫ সেপ্টেম্বর হাজি নুরুল ইসলামের আকস্মিক মৃত্যু হয়। তারপর থেকে ওই কেন্দ্র সাংসদহীন অবস্থায় রয়েছে। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে।

 

 

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ওই ছয় বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ। বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হলেও বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন কোনও ঘোষণা করেনি। ফলে ইছামতীর তীরে উপনির্বাচন কবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

 

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, 'গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়নপত্র দাখিলের সময় জমা দেওয়া হলফনামার ওপর আমাদের দলের প্রার্থী রেখা পাত্র কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন।

 

 

ওই মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। তাই, বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন কবে হবে, তা চূড়ান্ত হয়নি। তবে আমরা খবর পেয়েছি, আগামী ফেব্রুয়ারি মাসে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হতে পারে। উপনির্বাচন হয়ে গেলে ভালো। নির্বাচন বন্ধ থাক, আমরা তা চাই না।'

 

 

উপনির্বাচনের দাবি তুলেছে সিপিএমও। দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, 'হাজি নুরুল ইসলামের অকালমৃত্যুতে বসিরহাট লোকসভা কেন্দ্র সাংসদহীন হয়ে পড়েছে। সংসদ না থাকলে সাধারণ মানুষের অসুবিধা তো হয়ই। বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন তাড়াতাড়ি হওয়া দরকার।' 

 

 

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী বলেন, 'আমাদের জেলায় হাড়োয়া ও নৈহাটি দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। তার জন্য আদর্শ নির্বাচনবিধি জারি হয়ে গিয়েছে। অনেক সরকারি প্রকল্পের কাজ বন্ধ থাকবে। বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন একসঙ্গে হয়ে গেলে ভালো হত। না-হলে আবার তখন আদর্শ নির্বাচনবিধি জারি হবে। সরকারি প্রকল্প বন্ধ থাকবে। সাধারণ মানুষকে তখন আবার সমস্যায় পড়তে হবে।'