আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন খেলার মধ্য দিয়ে কাদা খেলা অনুষ্ঠিত হিল ধূপগুড়িতে। মঙ্গলবার ধূপগুড়ি মহকুমার মধ্য ডাউকিমারির সমাজ কল্যাণ শিশু সংঘের তরফে প্রতিবছরের মতো এবছরও কাদা খেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন খেলার আয়োজন করা হয়। কাদা খেলাকে কেন্দ্র করে ধূপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকার মানুষ খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন। খেলা শুরু হতেই উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। এদিন কচিকাচারা কাদা খেলায় মেতে ওঠে।
পাশাপাশি কলা গাছে উঠে পুরস্কার জেতার খেলার আয়োজন করা হয়। কমিটির তরফে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। জানা যায় সমাজ কল্যাণ শিশু সংঘের তরফে জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরেই এই কাদা খেলার আয়োজন করা হয়। কাদা খেলার সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়।
