অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার মালবাজারের গুড হোপ চা বাগান থেকে চিতা শাবকের দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে বাগানের শ্রমিকেরা কাজ করার সময় 'ওল্ড সেকশান'- এর একটি ঝোপের ভেতর এই শাবকটিকে মৃত অবস্থায় দেখেন।
বাগান কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে বনদপ্তরের মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা শাবকটির দেহ উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই স্ত্রী শাবকটির দেহের পিছনের অংশে আঘাতের চিহ্ন ছিল। নিজেদের মধ্যে মারামারির সময় অন্য কোনও বড় চিতাবাঘের হামলায় কিংবা অন্য কোনও জন্তুর আক্রমণে আহত হয়ে শাবকটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বনকর্মীরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
