আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখার্জির পর এবার জামিন কুন্তল ঘোষের। ইডির মামলা থেকে কুন্তল জামিন পেয়েছিলেন আগেই, এবার জামিন মিলল সিবিআইয়ের মামলায়। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ কুন্তলের জামিন মঞ্জুর করেছে।
অর্থাৎ এক বছর দশ মাস পর এবার জেলমুক্তি ঘটতে চলছে তাঁর।
তবে জামিন পেলেও, কুন্তলকে দেওয়া হয়েছে একগুচ্ছ শর্ত। অর্থাৎ জেলমুক্তির পর তাঁকে মানতে হবে সেগুলি। যার মধ্যে অন্যতম, পাসপোর্ট জমা রাখতে হবে কুন্তলকে, অর্থাৎ দেশের বাইরে চলে যেতে পারবেন না। তদন্তকারী সংস্থা এবং নিম্ন আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরেও যেতে পারবেন না। তদন্তকারী আধিকারিকরা তদন্তের প্রয়োজনে তাঁকে তলব করতে পারবেন যে কোনও সময়। কুন্তল জেল থেকে বেরিয়ে, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে এই মামলা বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না। কোনও ভাবেই তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করতে পারবেন না। এই ধরনের অভিযোগ এলে এবং তা প্রমাণিত হলে, খারিজ হয়ে যাবে তাঁর জামিন।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২১ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেপ্তার করেছিল কুন্তল ঘোষকে। পরে, ২০ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইডির মামলায় কুন্তল আগেই জামিন পেয়েছেন, এবার জামিন মিলল সিবিআইয়ের মামলায়। অন্যদিকে ২৫ নভেম্বর, নিয়োগ দুর্নীতি মামায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির জামিন মঞ্জুর হয়েছে। তাঁর ফ্ল্যাট থেকে বিপুল নগদ উদ্ধারের পর, ২০২২ সালের ২৩ জুলাই তাঁকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
