আজকাল ওয়েবডেস্ক: ভাইফোঁটা উপলক্ষ্যে বৃহস্পতিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো চালানো হবে বলে জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, অন্যান্য দিনের তুলনায় এদিন কম মেট্রো চালানো হবে। তবে যাত্রীদের যাতে অসুবিধা না হয় সে কারণে শুরু এবং শেষের সময়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

ব্লু লাইন:

কলকাতা মেট্রো জানিয়েছে, বৃহস্পতিবার ব্লু লাইনে ১৮২টি মেট্রো চালানো হবে (৯১টি আপ ও ৯১টি ডাউন), সাধারণ ২৭২টি সার্ভিসের পরিবর্তে।

প্রথম সার্ভিস:

সকাল ০৬:৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)
সকাল ০৬:৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিনেশ্বর (পরিবর্তন নেই)
সকাল ০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিনেশ্বর (পরিবর্তন নেই)
সকাল ০৬:৫৫ মিনিটে দক্ষিনেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)

শেষ সার্ভিস:

রাত ২১:২৮ মিনিটে দক্ষিনেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (পরিবর্তন নেই)
রাত ২১:৩২ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিনেশ্বর (পরিবর্তন নেই)
রাত ২১:৪৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে ডামডাম (পরিবর্তন নেই)

গ্রিন লাইন:

বৃহস্পতিবার গ্রিন লাইনে ১৪৮টি মেট্রো চালানো হবে (৭২টি আপ ও ৭২টি ডাউন), সাধারণ ২২৬টি সার্ভিসের পরিবর্তে।

প্রথম সার্ভিস:

সকাল ০৬:৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-ফাইভ (পরিবর্তন নেই)
সকাল ০৬:৩২ মিনিটে সল্টলেক সেক্টর- ফাইভ থেকে হাওড়া ময়দান (আগের ০৬:৩৯ মিনিটের পরিবর্তে)

শেষ সার্ভিস:

রাত ২১:৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-ফাইভ (পরিবর্তন নেই)
রাত ২১:৪৭ মিনিটে সল্টলেক সেক্টর-ফাইভ থেকে হাওড়া ময়দান (পরিবর্তন নেই)

অন্যদিকে: ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে। কালীপুজোতেও বিশেষ ট্রেন চালিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর এবং কালীঘাটে ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।