আজকাল ওয়েবডেস্ক: পদত্যাগ করলেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দোপাধ্যায়। বুধবার ই-মেইল মারফত রাজ্যপালকে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর সেই পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে।

 

অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের জেরে তিনি সেখানে গিয়ে কাজ করতে পারছিলেন না। 'ওয়ার্ক ফ্রম হোম' বা বাড়িতে বসেই তাঁকে কাজ চালাতে হচ্ছিল।তাই শেষপর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। 

 

এবিষয়ে দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম একদম করতে পারছিলেন না। সেখানে গিয়ে কোনও কাজ করতে পারছিলেন না। তাই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং সেটা রাজ্যপাল গ্রহণও করে নিয়েছেন। 

 

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ভিন রাজ্যে এক বড় যায়গায় ভালো 'অফার' তাঁর কাছে এসেছে। তাই তিনি ইতিমধ্যে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি আসানসোল ছেড়ে চলে গেছেন বলেও জানান।