আজকাল ওয়েবডেস্ক: কল্যাণী এইমস-এর ডিরেক্টর ডা.রামজি সিংকে ডেকে পাঠাল সিআইডি। এই প্রতিষ্ঠানে নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে তাঁকে ঠেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, চিঠি পাঠিয়ে তাঁকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভবানী ভবনে তলব করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ঠিকাদার সংস্থায় চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদের এক যুবক। এই মামলায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রিশেখর দানাসহ আরও কয়েকজন বিজেপি নেতার নাম জড়িয়ে যায়। মামলার তদন্তভার যায় সিআইডির কাছে। যারা ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
