আজকাল ওয়েবডেস্ক: দুপুর একটা পর্যন্ত, দশ রাউন্ড গণনা সম্পন্ন। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এখনও পর্যন্ত তৃণমূলকংগ্রেস প্রার্থী এগিয়ে প্রায় সাতাশ হাজার ভোটে। সকাল থেকেই বাম-বিজেপি থেকে তৃণমূলের প্রার্থীর ব্যবধান চোখে পড়ার মতো। সম্ভাবনা, বাবা নাসিরুদ্দিনের জয়ের ব্যবধানকেও ছাড়িয়ে যাবেন মেয়ে আলিফা।
দশম রাউন্ড গণনার শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন ৫১,৮৮৩ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ২৩,০৯৯ ভোট, বাথীসমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১৭,৯৮৪ ভোট।
এর মাঝেই কালীগঞ্জ বিধানসভা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন-
'কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।'
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
— Mamata Banerjee (@MamataOfficial)
এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।
আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য…Tweet by @MamataOfficial
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী বিজেপির কাছে। আর এই পরীক্ষায় শাসক দলের তুরুপের তাস প্রয়াত বিধায়কের কন্যা খোদ।
