আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল নেতা খুন, পাল্টা খুন, অগ্নিসংযোগের ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জয়নগরের দলুয়াখাকি। এর আগেও ঘটনাস্থলে যাওয়ার সময় বাধার মুখে পড়েছিল বাম প্রতিনিধি দল, সেদিন গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, শমীক লাহিড়ী সহ সিপিএম প্রতিনিধি দলকে। ফের রবিবার ত্রাণ নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়ল বাম প্রতিনিধি দল। দলুয়াখাকির প্রায় চার কিলোমিটার আগেই প্রতিনিধি দলকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে বচসা হয় সিপিএম নেতাদের। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাইরের কাউকে তাঁরা গ্রামের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। নতুন করে যাতে ফের অশান্তি ছড়িয়ে না পড়ে, তারজন্যই এই সিদ্ধান্ত বলেও জানানো হয়। পুলিশের সঙ্গে বচসায় উত্তপ্ত হয়ে সেখানকার পরিস্থিতি। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জয়নগর। তৃণমূল নেতা খুনের পর থেকেই একপ্রকার উত্তাল রাজ্য রাজনীতি। ১৩ নভেম্বর ভোরবেলা নামাজ পড়তে যাওয়ার পথে খুন হন সইফুদ্দিন লস্কর। তাৎক্ষণি প্রতিক্রিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
