অতীশ সেন, ডুয়ার্স: জলদাপাড়া জাতীয় উদ্যানে নদীর পাশের জলাভূমির কাদাতে আটকে যাওয়া গন্ডারের শাবককে উদ্ধার করলেন বনকর্মীরা। ১৯ আগস্ট এই ঘটনার একটি ভিডিও বনদপ্তরের পক্ষ থেকে প্রকাশ করে জানানো হয় - ১৫ আগস্ট সকালে জলদাপাড়া নর্থ রেঞ্জে নদীর পাশে একটি জলাবদ্ধ কর্দমাক্ত এলাকা থেকে গন্ডারের বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে - প্রায় ৩ থেকে ৪ বছর বয়সের এই মাদি গন্ডারটি কাদায় আটকে পড়েছিল এবং গত একদিন ধরে নড়তে পারছিল না। জঙ্গলে টহলদারি চালানোর সময় বন বিভাগের কর্মীদের বিষয়টি নজরে আসে। তাঁরা দ্রুততার সাথে আটকে পড়া প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন।
জলদাপাড়ার ডিএফও জানান- গন্ডারটি যেহেতু জলাবদ্ধ কর্দমাক্ত এলাকায় আটকে ছিল, তাই উদ্ধারকর্মীদের সেটিকে নিজেদের কাঁধে করে তুলে নিয়ে যেতে হয়েছে। গন্ডারের শাবকটির এখনও চিকিৎসা চলছে। ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক ভাবে মনে করছেন - সম্ভবত কোনও বড় গন্ডারের আঘাতের কারণে শাবকটি আহত হয়েছিল এবং ঠিকঠাক দাঁড়াতে পারছে না, তবে শাবকটির দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গন্ডারটিকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা রয়েছে। বন বিভাগের চিকিৎসক ও কর্মীরা প্রাণীটিকে সুস্থ করে তোলার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীদের দ্রুত ও সাহসী পদক্ষেপে গন্ডারটির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।
