আজকাল ওয়েবডেস্ক: আদালত চত্বরেই আইনজীবী-পুশিশ ধস্তাধস্তি। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনা ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি উত্তর ২৪ পরগণার বারাসত আদালত চত্বর। 

 

অভিযোগ, বিধাননগর দক্ষিণ থানার একটি খোরপোশ মামলায় অভিযুক্তকে ধরতে পুলিশ আদালতের সামনে পৌঁছলে বাধা দেন অভিযুক্তের আইনজীবী। প্রথমে তর্কাতর্কি এবং তারপর শুরু হয় বচসা। সেই সময় ওই আইনজীবী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং আসামি ছিনতাই করে নিয়ে যান বলে অভিযোগ। 

 

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে আইনজীবী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন বলে দেখা যাচ্ছে। যদিও সেই ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি আজকাল.ইন। আইনজীবীদের দাবি, আদালত চত্বর থেকে আসামিকে গ্রেপ্তার করা যায় না। পাল্টা দাবিতে পুলিশ জানিয়েছে, আদালতের বাইরে রাস্তায় অভিযুক্তকে ধরতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। 

 

গোটা ঘটনাটি নিয়ে জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলোক সমাজপতি জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তবে বিষয়টি দুঃখজনক।

 

প্রসঙ্গত, এর আগেও দুই আইনজীবীকে মারধরে অভিযুক্তদের বারাসত আদালতে পেশের সময়ে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ সরাতে গেলে পুলিশকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়। দুপক্ষের ধস্তাধস্তিতে গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। খবর করতে গিয়ে আহত হন কয়েকজন সাংবাদিকও।

 

সম্প্রতি বারাসত আদালতের আইনজীবীদের ওপর হামলার অভিযোগ ওঠে। তাতে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এদিন সেই ধৃতদের আদালতে পেশ করার দিন ছিল। সকাল থেকেই বারাসত আদালতের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইনজীবীরা। পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশাল বাহিনী এলে আরও উত্তেজনা বাড়ে।

 

&t=1481s

একাধিক গাড়ি ভাঙচুর, থানা লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন এক পুলিশ কর্মী। তাঁর মুখ ফেটে রক্ত বের হতে শুরু করে। আহত হন কয়েকজন সাংবাদিকও। গোটা বিষয়টিতে উত্তেজনা ছড়ায় এলাকায়।