আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হু-হু করে কমল তাপমাত্রার পারদ। ভোর থেকে কুয়াশাচ্ছন্ন একাধিক জেলা। কনকনে ঠান্ডার আমেজ বাংলা জুড়ে। বছরের শুরুতে শীতের ঝোড়ো ব্যাটিংয়ে ফিরল ভরপুর ঠান্ডার আমেজ। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় যা বেশ খানিকটা কম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃহস্পতিবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে কমবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। 

হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ, পয়লা জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।