আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের শুরুতে নেই শীতের আমেজ। গত মাসের শেষপর্যন্ত বৃষ্টি থেকে রেহাই পায়নি বাংলা। চলতি মাসের শুরু থেকেই ক্রমেই শুষ্ক আবহাওয়ার মরশুম ফিরছে। জলীয় বাষ্পের পরিমাণ কমায় আর্দ্রতাজনিত অস্বস্তিও কমছে। শীতের আমেজ কবে পাওয়া যাবে? আবহাওয়ার রূপবদলের বড় আপডেট দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় হু হু করে নামবে তাপমাত্রার পারদ। সব জেলাতেই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ভাইফোঁটার দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হবে না। সকালে রোদ ঝলমলে আকাশ থাকবে। রোদের তেজ খুব একটা অনুভূত হবে না। আগামী সপ্তাহে পারদ নামলেও, আপাতত কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না।
দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে রেহাই পেলেও, উত্তরবঙ্গে এখনও ভোগান্তি চলবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে আজ শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
