আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে আছড়ে পড়ার পরেও, তার প্রভাব কাটেনি সম্পূর্ণরূপে। ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে। মান্থার রোষে বাংলা ভিজছে এখনও। হাওয়া অফিস, বৃহস্পতিবারেই উত্তরের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছিল।
হাওয়া অফিস জানিয়েছিল, শুক্রবার-কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (>০৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন: এইচ-১বি ভিসার 'অপব্যবহার' নিয়ে মার্কিন বিজ্ঞাপন, ভারতকে তুলে ধরে কীসের বার্তা ট্রাম্প প্রশাসনের?
উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। হয়ও তাই। শুক্রবার সকালের আপডেট, উত্তরের জেলায় জেলায় বৃষ্টিপাত। একাধিক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। টানা বৃষ্টিতে ধসের আশঙ্কা। দার্জিলিং, জলপাইগুলি, কালিম্পং, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে, কোচবিহার, উত্তর দিনাজপুরে জারি কমলা সতর্কতা। জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই জেলায় জেলায় দাপট দেখাতেও শুরু করেছে বৃষ্টি। জারি হলুদ সতর্কতা। পাহাড়ে টানা বৃষ্টিতে ধসের আশঙ্কা, বৃষ্টিতে কমে যেতে পারে দৃশ্যমানতা।
আরও পড়ুন: বাংলার আবহাওয়ায় বদলের পূর্বাভাস! কমবে বৃষ্টি, কবে থেকে শীতের আমেজ?
তবে, মৌসম ভবন জানাচ্ছে, এই দুর্যোগের মেঘ উত্তরের আকাশ থেকে ৩১ তারিখেই কাটছে না। দুর্যোগের আশঙ্কা ১ তারিখেও রয়েছে। অর্থাৎ শনিবারেও উত্তরের জেলায় জেলায় ঝড়-জলের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারের জায়গায় জায়গায় ৭ থেকে ১১ সেমি বৃষ্টি সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়ায় দপ্তর। ২ অক্টোবর অর্থাৎ রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার জারি হলুদ সতর্কতা। দক্ষিণের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূমে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মান্থা ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর–উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। বুধবার সকালে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। স্থলভাগের উপর দিয়ে আরও উত্তরে এগিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের কাছাকাছি পৌঁছবে এই নিম্নচাপ। তার পর আরও শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে। পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামিকাল জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে।
