আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুম মিটতেই আবহাওয়ার রূপবদল। সপ্তাহের প্রথমদিনেই কুয়াশায় মোড়া গোটা বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গ, এমনকী উত্তরবঙ্গের সব জেলা আজ ভোরে কুয়াশাচ্ছন্ন। ওই সময়েই হালকা শিরশিরানি অনুভূত হয়েছে জেলায় জেলায়। তবে কি নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতকাল চলে এল?
আবহাওয়া দপ্তর যদিও অন্য ইঙ্গিত দিচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হবে। বুধবার থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ কমতে পারে। তবে এখনই শীতের আমেজ পাওয়া যাবে না। আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত কোনও জেলাতেই বৃষ্টি হবে না। আগামী মঙ্গল এবং বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় বৃষ্টি হবে।
অন্যদিকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি থেকে শনিবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
