আজকাল ওয়েবডেস্ক: মিলল পূর্বাভাস। বুধবার সকালে বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় 'ডানা'। অতি গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পরিণত হল ঘূর্ণিঝড়ে। স্থলভাগের দিকে যত এগিয়ে আসছে, তত ঝড়ের বেগ বাড়ছে ক্রমেই। বর্তমানে ওড়িশা ও বাংলা থেকে কতদূরে ঘূর্ণিঝড় 'ডানা'র অবস্থান? 

 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার, বাংলার সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় 'ডানা'। বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর পাঁচটার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। 

 

ঘূর্ণিঝড় 'ডানা'র দাপটে বাংলার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে খুব বেশি প্রভাব পড়তে পারে। শুক্রবার পর্যন্ত এই ন'টি জেলায় জারি লাল-কমলা সতর্কতা। তুমুল ঝড়ের পাশাপাশি ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত এই নয় জেলার সব স্কুলে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাতিল বহু ট্রেন।