‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফ্ল্যাট বাড়ি নির্মাণের জন্য বেআইনিভাবে মাটি কেটে নেওয়ার জের। বৃহস্পতিবার গভীর রাতে বহরমপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের গোড়াবাজার জর্জ কোট এলাকার বিস্তীর্ণ অংশে বিশাল ধস নামল।  স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ হঠাৎই এই ধস নামার ফলে একটি দোতলা বাড়ি এবং তিনটি ফ্ল্যাট বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ফ্ল্যাট নির্মাণের কাজ প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে।  স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরে গোরাবাজার–জর্জ কোর্ট সংলগ্ন এলাকায় একটি বহুতল নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছে। অভিযোগ উঠেছে, যারা ওই ফ্ল্যাট তৈরি করছেন তারা কোনও নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন তৈরি করার জন্য প্রচুর মাটি খুঁড়ে নিয়েছেন।  স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে প্রোমোটারদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। বহরমপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা বলেন, ‘‌ধস নামার বিষয়টি জানা নেই। কি হয়েছে খোঁজ নিয়ে দেখব।’‌