আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে ইরান। দেশটিতে সরকারবিরোধী আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন ধর্মীয় শাসক-বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। তেহরানে শুরু হয়েছিল যে বিক্ষোভ, তা এখন দেশের সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মানবাধিকার অনুসারে, হাজার হাজার মানুষ নিহত এবং বহু গ্রেপ্তার হয়েছেন। তবে, বেশিরভাগ মানুষের কাছে যা অজানা ইরানের পরিচয় ও নামের ইতিহাস। আপনি কি জানেন যে ইরান হওয়ার আগে এর নাম ছিল ‘পারস্য’?
উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার দামের পতন এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে ডিসেম্বর ২০২৫ সালে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ এখন রাজনৈতিক পরিবর্তনের দাবিতে আন্দোলনে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যোগাযোগ ব্যাপকভাবে কঠিন হয়ে পড়েছে।
ইরানের আগে দেশটি বিশ্বের কাছে পারস্য নামে পরিচিত ছিল। এই নামটি এসেছে ‘পার্সা’ থেকে, যা দক্ষিণ-পশ্চিমের একটি অঞ্চল। এটিই ছিল প্রাচীনতম শক্তিশালী সাম্রাজ্যগুলির মূল কেন্দ্র। এরপর সাইরাস দ্য গ্রেট এবং প্রথম দারিয়ুসের মতো মহান রাজাদের দ্বারা শাসিত দেশটির সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসকে বোঝাতে গ্রিকরা ‘পারস্য’ নামটি গ্রহণ করে। সেই যুগে দেশটি সিন্ধু উপত্যকা থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল শিল্পকলা, ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধ। এই কারণেই আজকের যুগেও অনেক বইতে ‘পারস্য শিল্পকলা’ কথাটি উল্লেখ করা হয়।
পৃথিবীর অন্য দেশগুলি যখন এই দেশটিকে পারস্য নামে চিনত, তখন স্থানীয়েরা এটিকে ‘ইরান’ বলে ডাকত। তাদের ভাষা ও সাহিত্যে ইরানের অর্থ হল ‘আর্যদের দেশ’। স্থানীয়দের কাছে ইরানের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় ছিল। যা কোনও একজন শাসকের শাসনের অধীনে ছিল না। অনেক সাম্রাজ্য ও শাসক পরিবর্তিত হয়েছে, কিন্তু দেশের অভ্যন্তরীণ সংস্কৃতিতে ইরান নামটি সর্বদা রয়েই গিয়েছে।
পারস্য থেকে ইরানে পরিবর্তনটি ১৯৩৫ সালের আগে ঘটেনি। রেজা শাহ পহলভীর নেতৃত্বাধীন সরকার বিদেশি কূটনীতিকদের দেশের নাম হিসেবে ‘ইরান’ ব্যবহার করতে বলেছিল।
দেশটির পশ্চিমে ইরাক, উত্তর-পশ্চিমে তুরস্ক, আজারবাইজান ও আর্মেনিয়া, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ-পূর্বে পাকিস্তান এবং দক্ষিণে ওমান উপসাগর ও পারস্য উপসাগর অবস্থিত। ৯ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ইরান ভৌগোলিক আকার ও জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বে ১৭তম স্থানে রয়েছে। এটি এশিয়ার ষষ্ঠ বৃহত্তম দেশ। দেশটি ৩১টি প্রদেশ-সহ পাঁচটি অঞ্চলে বিভক্ত। তেহরান দেশের রাজধানী, বৃহত্তম শহর এবং আর্থিক কেন্দ্র।
