আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে বার্ষিক সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। আগামী বছরে কোন কোন দিনে ছুটি থাকবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে।
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালে মোট ২৭ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সেই দিনগুলিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীরা ছুটি পাবেন। তবে শুধু রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও ২৪ দিন বেশি ছুটি রয়েছে।
ফলে, কেন্দ্রীয় ছুটির সঙ্গে যুক্ত হয়েছে রাজ্য সরকারের আলাদা ছুটির তালিকা। সেখানে রয়েছে আরও ২৪ দিন বেশি ছুটি। সব মিলিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরা পাবেন ৫০ দিনেরও বেশি ছুটি।
পাশাপাশি নির্দিষ্ট উৎসব বা সম্প্রদায়ভিত্তিক বিশেষ ছুটির কথাও উল্লেখ আছে তালিকায়। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ছুটি মোট ২৭ দিন।
এর মধ্যে দুর্গাপুজোয় টানা ছুটি থাকবে অষ্টমী, নবমী ও বিজয়া দশমী, মোট তিনদিন। তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য এই ছুটির পরিমাণ আরও বেশি।
চতুর্থী থেকে শুরু হয়ে লক্ষ্মীপুজো পর্যন্ত প্রায় ১২ দিনের লম্বা ছুটি থাকবে ক্যালেন্ডার অনুযায়ী। তবে একটানা না হলেও মাঝে দু-একদিন অফিসে যোগ দিতে হতে পারে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় ছুটির বাইরে আরও কমপক্ষে ন’দিন অতিরিক্ত ছুটি নির্ধারিত হয়েছে।
যেমন, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, কবি ভানুভক্তের জন্মদিন, করম পুজো, কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজোয় অনেকেই ছুটি পাবেন।
আবার হুল দিবস, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, ইস্টার স্যাটারডের মতো দিনগুলোতে বিশেষ সম্প্রদায়ের কর্মীরা অতিরিক্ত ছুটি পাবেন।
কিন্তু বেশ কিছু ছুটি নষ্টও হয়েছে ২০২৬ সালে রবিবার পড়ার জন্য। হিসেব অনুযায়ী শিবরাত্রি, দুর্গাপুজোর সপ্তমী, লক্ষ্মীপুজো, কালীপুজো, ছটপুজো ও বীরসা মুন্ডার জন্মদিন এই দিনগুলো ২০২৬ সালে রবিবারে পড়েছে।
ফলে আলাদা করে ছুটি মিলবে না। তবে রাজ্য সরকারের তরফে ছুটির দিন রবিবার পড়লে এসব দিনের আগে বা পরের দিন অতিরিক্ত ছুটি বরাদ্দ করা হয়ে থাকে। এবারেও বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
