আজকাল ওয়েবডেস্ক: ভরা বসন্ত। দোল পূর্ণিমা। দিকে দিকে রঙের উৎসব। শুধু বাংলা নয়, দেশের নানা স্থানে নানা নামে এই রঙের উৎসব উদযাপিত হয়। শান্তিনিকেতনের বসন্তোৎসব দুনিয়া খ্যাত। বহু মানুষ এই বিশেষ সময়ে জমায়েত হন শান্তিনিকেতনে। আবার শান্তিনিকেতনের ধাঁচে নানা জায়গায় পালিত হয় বসন্ত উৎসব। 


গত কয়েক বছরের মতো এবারও মালদায়, শান্তিনিকেতন ঘরানায় পালিত হচ্ছে বসন্ত উৎসব। শুক্রবার সাত সকালে মালদা শহরের বুকে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বর্ণময় প্রভাতফেরি আয়োজন করা হয়। প্রভাতফেরিতে সামিল হয়েছেন প্রায় সব বয়সের বহু মানুষ। বসন্ত কেন্দ্রীক নাচ, গানে মাতোয়ারা হন। 

প্রভাতফেরি শেষে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে মালদা শহরের ডি.এস.এ প্রাঙ্গণে মহা ধুমধামে পালিত হয় বসন্ত উৎসব। এদিনের এই উৎসব পালনে সামিল হন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।