আজকাল ওয়েবডেস্ক: ব্যবসায়ীর থেকে টাকা লুঠের অভিযোগ। আসানসোলে গ্রেপ্তার তিন পুলিশকর্মী। তিনজনের মধ্যে একজন আগেই সাসপেন্ডেড হয়ে ছিল। বাকি দু'জনকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট ৬।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লির এক ব্যবসায়ী গাড়িতে প্রায় ১ কোটি টাকা নিয়ে ব্যবসার কাজে কলকাতায় আসছিলেন। দুর্গাপুর থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে গভীর রাতে তাঁর গাড়ি আটকায় একদল দুষ্কৃতী।
ইউনিফর্ম পড়া অবস্থাতেই যাদের মধ্যে ছিল অভিযুক্ত পুলিশকর্মীরা। ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর টাকা এরা কেড়ে নেয় বলে অভিযোগ। এমনকী ঘটনার কথা কাউকে না জানানোর হুমকিও দেওয়া হয় ব্যবসায়ীকে।
রাতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। পুলিশ কমিশনার এই তদন্তের দায়িত্ব দেন ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তাকে। তদন্তে উঠে আসে অভিযুক্ত পুলিশকর্মীদের ভূমিকা। গ্রেপ্তার করা হয় এই তিনজন-সহ বাকি তিন অভিযুক্তকে। গ্রেপ্তার হওয়া বাকি তিনজন ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, শনিবার এদের আদালতে পেশ করা হবে। টাকা উদ্ধারের কাজও শুরু করা হয়েছে। এদের সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে সেই বিষয়ে খোঁজ চলছে।
