আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মানুষের জন্য জরুরি খবর। বাড়ানো হল বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সময়সীমা ১৪ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত যারা নিজেদের আধার কার্ড আপডেট করতে পারেননি তারা ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আপডেট করতে পারেন। এই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করলে কোন ফি আপনাকে দিতে হবে না।

 

কেন্দ্রের তরফেও আধার কার্ড নিয়ে নিয়মের কড়াকড়ি জারি করা হয়েছে। নাগরিকদের আধার কার্ডে সঠিক তথ্য আপডেট করতে বলা হয়েছে প্রতি ১০ বছর অন্তর। এখনকার দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি যা সরকারি সমস্ত প্রকল্প, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে টিকিট বুকিং সমস্ত কাজেই ব্যবহৃত হয়। এই আধার কার্ডে ব্যক্তির জন্মতারিখ, বয়স, নাম, পিতার নাম, ঠিকানার সঙ্গে সঙ্গে একটি মৌলিক আধার নম্বরের উল্লেখ থাকে। এতে বায়োমেট্রিক তথ্যও সেভ করা থাকে।

 

ডেমোগ্রাফিক তথ্য আপডেটের জন্য আপনাকে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। মনে রাখবেন, বিনামূল্যে আধার আপডেট করার সুবিধে অনলাইনেই পাওয়া যায়। কোনও আধার কেন্দ্রে গিয়ে এই আপডেট করানোর জন্য আপনাকে ৫০ টাকা খরচ করতে হতে পারে।