আজকাল ওয়েবডেস্ক: ঘর থেকে উদ্ধার বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা এলাকায়। উত্তর খট্টিমারি এলাকায় উদ্ধার হয়েছে বাবা-মেয়ের দেহ। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বাদল রায় (৩৪) ও মেয়ের নাম কেয়া রায় (১১)।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে বাদল রায়কে ডিভোর্স দিয়ে চলে যান তাঁর স্ত্রী। এরপর থেকে বাড়িতে ছোট্ট মেয়েকে নিয়েই থাকতেন বাদল রায়। পেশায় দিনমজুর ছিলেন বাদল। এদিন সকাল থেকে বাদল রায়ের বাড়িতে কোন শব্দ পাওয়া না যাওয়ায় স্থানীয়রা ডাকাডাকি করেন । কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি । এরপর তাঁরা দেখতে পারেন একই দড়িতে ঝুলছে বাবা ও মেয়ে।
খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। মানসিক অবসাদ থেকেই বাবা ও মেয়ে আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোন ঘটনা লুকিয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।।
