আজকাল ওয়েবডেস্ক: বাড়ি ফাঁকা রেখে কালীপুজোর আলো দেখতে গিয়েছিলেন। সমস্যা হল সেখানেই। যা ঘটল সেই সময়ে, বাড়ি ফিরে চোখে অন্ধকার দেখল পরিবার। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ভর সন্ধেয় ঘরের তালা ভেঙে টাকা সহ সোনার গয়না নিয়ে চম্পট দিল চোর।
বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখতেই চোখ উঠল কপালে। ফের চুরির ঘটনা ঘটল ধুপগুড়ির সাঁকোয়া ঝোড়া দু’ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুড়া পাড় এলাকায়। পর পর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। জানা গেছে, রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ স্ত্রী-সন্তানকে নিয়ে ধুপগুড়ির শ্যামা পুজোর ঠাকুর দেখতে যান এলাকার বাসিন্দা জয়ন্ত কুমার রায়। বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা হয়েছে।
এরপর জানালা দিয়ে ঘরে ঢুকে দেখতেই চক্ষুস্থির জয়ন্ত এবং তাঁর স্ত্রীর। দেখতে পান ঘরের আলমারির তালা ভেঙ্গে কিছু টাকা-সহ প্রায় দেড় থেকে দুই ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এত বড় ক্ষতি হওয়ায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। এ বিষয়ে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
অন্যদিকে প্রায় একই সময়ে প্রতিবেশী এক বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
