আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার সামনে পড়তে হল দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ভোজেরহাটেই তাঁদেরকে আটকে দেয় পুলিশ। এরপর রাস্তার বসে কিছুক্ষণ বিক্ষোভ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পুলিশ এরপর জোর করে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। রাজ্যের মন্ত্রীরা যেখানে বাধা পাচ্ছেন না সেখানে কেন তাঁদের বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন তোলের প্রতিনিধি দলের সদস্যরা। রবিবার ১৪৪ ধারা জারির কারণে সন্দেশখালির ৫২ কিলোমিটার দূরে ভোজেরহাট এলাকাতেই আটকানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। এই ঘটনার জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এরপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে গ্রেপ্তার করল পুলিশ। নিয়ে যাওয়া হল লালবাজারে। সেখান থেকে বন্ডে ছাড়া হয় তাঁদের। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, রাজ্যপালের সঙ্গে তাঁরা দেখা করবেন এবং তাঁকে সমস্ত বিষয়টি বলবেন।