আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটগণনার দিন বীরভূমে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা। মঙ্গলবার দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুর গ্রামের দুই সিভিক ভলান্টিয়ার সহ আরও দু’‌জনের বাড়ির গোপন জায়গা থেকে তিনটি বন্দুক ও বোমা তৈরির মশলা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। প্রসঙ্গত, ওই অঞ্চলে কয়েকদিন আগেই আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তারও করা হয়। এই ঘটনার তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশি হেফাজতে থাকাকালীন দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, তাঁদের বাড়ির গোপন জায়গায় আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মশলা মজুত রয়েছে। তা জানার পরেই সেই জায়গাগুলিতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় একটি একনলা দেশি বন্দুক, দু’টি দু’নলা দেশি বন্দুক এবং প্রায় এক কেজি বোমা তৈরির মশলা। পুলিশ সূত্রে জানা গেছে, সিভিক ভলান্টিয়ার শেখ রাজু ও মীর রফে ভন্টুর বাড়ির গোপন জায়গা থেকে বন্দুক ও শেখ নজাই ওরফে নজরুলের বাড়ির চত্বর থেকে একটি একনলা দেশি বন্দুক উদ্ধার করে পুলিশ। শেখ রাজু এবং ভন্টুকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি দু’জনকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।