শীতের ছুটিতেই রহস্যভেদ করতে প্রস্তুত 'মিতিন মাসি'। বড়দিনের সময় মুক্তি পাবে 'মিতিন মাসি' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। তার আগে কিছুটা পারিবারিক সময় কাটাতে দেখা গেল পর্দার মিতিন ওরফে কোয়েল মল্লিককে।
2
6
দুই ছেলে মেয়ে এবং বর নিসপাল সিং রানের সঙ্গে সম্প্রতি অমৃতসর গিয়েছিলেন কোয়েল। কেবল তাঁরাই নন। ছিলেন নিসপাল সিং রানের গোটা পরিবার।
3
6
স্বর্ণমন্দিরে পুজো দেন তাঁরা। আর সেই দিনের কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কোয়েল। ক্যাপশনে লেখেন, 'এই সপ্তাহে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলাম। এক অনন্য অনুভূতি।'
4
6
স্বর্ণমন্দিরের মেঝেতে মেয়েকে নিয়ে খেলতে দেখা যায় নায়িকাকে। তাঁর পরনে এদিন হলুদ রঙের চুড়িদার ছিল। কবীর এবং কাব্য দু'জনেই খেলায় মেতেছিল। অন্যদিকে মেয়েকে নিয়ে কিছুটা সময় কাটাতে দেখা যায় রানেকেও। ছোট্ট কাব্যর পরনে ছিল গোলাপি রঙের ফ্রক এবং মাথায় গোলাপি পাগড়ি। অন্যদিকে দাদা কবীরের পরনে হলুদ পাঞ্জাবি এবং কালো প্রিন্টেড জ্যাকেট এবং সাদা পায়জামা দেখা যায়। ছেলের সঙ্গে রংমিলান্তি করে কালো টিশার্ট এবং জিন্স পরেছিলেন রানে।
5
6
প্রসঙ্গত ২০১৩ সালে বন্ধু নিসপাল রানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের মে মাসে ভূমিষ্ট হয় তাঁদের প্রথম সন্তান কবীর। এরপর ২০২৪ সালের ডিসেম্বর মাসে জন্ম নেয় কাব্য।
6
6
কোয়েল মল্লিককে দর্শকরা শেষবার দেখেছেন 'স্বার্থপর ছবিতে। কৌশিক সেন এবং তাঁর অভিনীত এই ছবিতে উঠে এসেছে ভাই বোনের গল্প। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রঞ্জিত মল্লিকও। বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। আগামীতে তাঁকে দেখা যাবে 'মিতিন মাসি'র পরবর্তী ছবিতে। অরিন্দম শীল পরিচালিত সেই ছবি মুক্তি পাবে বড়দিনে। 'একটি খুনীর সন্ধানে মিতিন' ছবির সঙ্গে বড়পর্দায় মুখোমুখি হবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' এবং অভিজিৎ সেন পরিচালিত 'প্রজাপতি ২' ছবি দু'টোর।