Abhisek Roy Blends Bengal and Manipurs Heritage in a Stunning New Wedding Collection
এক সূত্রে গাঁথা বাংলা–মণিপুর! রাস উৎসবের আলো–রঙে বোনা অভিষেক রায়ের নতুন ওয়েডিং কালেকশন
নিজস্ব সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২৫ ১৭ : ৩৮
শেয়ার করুন
1
6
বাংলা এবং মণিপুর—ভারতের দুই প্রান্তের দুই ভিন্ন সংস্কৃতিকে এক অপূর্ব সেতুবন্ধনে যুক্ত করেছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গি যেন ভৌগোলিক সীমানাকে মুছে দিয়ে দুই অঞ্চলের রূপ, রং, আর ঐতিহ্যকে এক সুরে বেঁধেছে। এই ভাবনাই ফুটে উঠেছে তাঁর পুরুষদের নতুন ওয়েডিং কালেকশনের বিশেষ ভিডিওয়।
2
6
অভিষেক বলেন, “মণিপুরের রাস আমি আগেই দেখেছি। ওদের সংস্কৃতি ও পোশাকের নিজস্বতা আমাকে গভীরভাবে আকৃষ্ট করে। এবার প্রথম শান্তিপুরের রাস দেখলাম। মোমবাতির আলোয় আলোকিত শান্তিপুরের পরিবেশ আমাকে ভীষণভাবে স্পর্শ করে। তাই দুই জায়গার সৌন্দর্য, সংস্কৃতি আর আবহকে মিলিয়ে এই ফ্যাশন ভিডিওটি বানানোর চেষ্টা করেছি।”
3
6
মণিপুরের রাস উৎসবে চমৎকার সব পারফরম্যান্স হয়, আর শান্তিপুরে জ্বলে ওঠে আলোর মায়াজাল। অভিষেক সেই দুই ভিন্ন আবহই একত্রে তুলে ধরেছেন তাঁর ভিডিওয়—যেখানে তাঁর নতুন ওয়েডিং কালেকশনের ঝলকও ধরা দিয়েছে। কৃষ্ণ-রূপী মডেলদের পরনে তাঁর নকশা করা পাঞ্জাবি যেন দুই সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক।
4
6
নিজের শিকড়ের ছোঁয়া অটুট রেখে, আবার নতুনকে সাদরে গ্রহণ করে—অভিষেক রায়ের এই প্রচেষ্টা শুধু একটি ফ্যাশন ভিডিও নয়, দুই সংস্কৃতির সুরেলা মিলনের এক নান্দনিক গল্প।
5
6
অভিষেকের এই ভিডিও সামনে আসতেই ফ্যাশন দুনিয়ায় শুরু হয়েছে প্রশংসার ঢেউ।
6
6
অনেকেই বলছেন, শুধু পোশাক নয়—এই প্রকল্পের মাধ্যমে দুই সংস্কৃতির আবেগ, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার যে সেতুবন্ধন তৈরি হয়েছে, তা সমসাময়িক ফ্যাশনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে।