অতীশ সেন, ডুয়ার্স: মাহুতকে পিষে মারল কুনকি হাতি। কপালজোরে রক্ষা পেলেন পাতাওয়ালা। ঘটনাটি ঘটেছে শনিবার আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের পশ্চিম রেঞ্জের তোর্সা ইষ্ট কর্ণার বিটে। জানা গিয়েছে সুন্দর নামে একটি কুনকি হাতি তারই মাহুত দীপক কার্জি"কে(৪০) এদিন পিষে মেরে ফেলে।
জলদাপাড়া পূর্ব রেঞ্জের কুনকি হাতি "সুন্দর" বিগত শুক্রবার নদীতে স্নান করার সময় পালিয়ে গিয়েছিল। সারা বিকেল খুঁজেও বনকর্মীরা হাতিটির হদিস পাননি। এদিন শনিবার সকালে হাতিটিকে ময়রার ডাঙ্গা বিটের জঙ্গলে দেখতে পাওয়া যায়। খবর পেয়েই ওই হাতির মাহুত দীপক কার্জি এবং পাতাওয়ালা হাতিটিকে ধরতে যান। মাহুত ও পাতাওয়ালাকে আসতে দেখেই তাঁদের আক্রমণ করে বসে কুনকি। পাতাওয়ালা বাপি বর্মণ কোনওক্রমে বেঁচে গেলেও হাতিটি তার মাহুতকে নাগালে পেয়ে যায়। তাঁর পেটে দাঁত ঢুকিয়ে তাঁকে পিষে দেয় কুনকি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অনুমান করা হচ্ছে হাতিটি মস্তিতে ছিল, কিন্তু তার মাহুত তা বুঝতে না পেরে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নিজের পোষা হাতিকে জঙ্গল থেকে পিলখানায় ফিরিয়ে নিয়ে যেতে এগিয়ে গিয়েছিল। এই ঘটনার পর শনিবার বিকেল পর্যন্ত খুঁজেও সুন্দর নামের এই কুনকি হাতিটির আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এনিয়ে গত এক বছরে কুনকি হাতির আক্রমণে ৪ জন মাহুত ও পাতাওয়ালার মৃত্যু হল। বনদপ্তরের সূত্রে জানা মৃতদেহটিকে উদ্ধার করে ফালাকাটা থানায় পাঠানো হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের বনাধিকারিক সন্দীপ কুমার বেরোয়াল বলেন, ঘটনাটি মর্মান্তিক, মৃতের পরিবার যাতে বনদপ্তরের থেকে প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধা পায় সেই বিষয়টি দেখা হবে।