আজকাল ওয়েবডেস্ক:‌ শিয়ালদহের পর এবার হাওড়া শাখাতেও এসি লোকাল চালানোর ভাবনাচিন্তা শুরু করল পূর্ব রেল। সর্বপ্রথম শিয়ালদহ–রানাঘাট রুটে চালু হয়েছিল এসি লোকাল। এরপর ধাপে ধাপে কৃষ্ণনগর, বনগাঁ, কল্যাণী শাখায় চালু হয়েছে এসি লোকাল। জানা গেছে, এবার আরও বেশ কয়েকটি নতুন এসি লোকাল পেতে চলেছে পূর্ব রেল। 


জানা গিয়েছে, এবার হাওড়া ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর ভাবনাচিন্তা চলছে। প্রাথমিকভাবে হাওড়া থেকে ব্যান্ডেল রুটে এসি লোকাল চালানোর ভাবনা রয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সমীক্ষার কাজ চলছে।


প্রসঙ্গত, শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় এসি লোকালের যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার থেকে শিয়ালদহ–কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল শুরু করেছে পূর্ব রেল। এবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আরও অন্তত পাঁচটি নতুন এসি লোকাল ট্রেন আসছে। তবে হাওড়া–ব্যান্ডেল শাখায় কবে থেকে, কখন ট্রেন চলবে সেই বিষয়েও এখন কিছু বলা হয়নি। সবকটি ট্রেনই হাওড়া ডিভিশনে চলবে কি না, তাও জানা যায়নি। প্রাথমিক কাজ শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদপ্রকাশ জানিয়েছেন, ‘‌এসি রেক এলেই চালানো হবে।’‌ এর বেশি কিছু জানানো হয়নি রেলের তরফে।