আজকাল ওয়েবডেস্ক: রবিবার বিকেলেই পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগেরদিন অর্থাৎ শনিবার ফের একাধিক জায়গায় ধস নেমেছে। শুক্রবার সারারাত বৃষ্টির জেরে কালিম্পংয়ের মেল্লিতে ধস নেমে রাস্তা বন্ধ। দার্জিলিং জেলার চিত্রেতে নতুন করে ধস নেমেছে। আপাতত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে গরুবাথান থেকে লাভা হয়ে যে বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছিল, সেটিও বিপজ্জনক হয়ে উঠেছে।
গত দু’দিন ধরে পার্বত্য এলাকায় টানা বৃষ্টির জেরে তিস্তার জল বেড়েছে। সিকিমেও চলছে বৃষ্টি। তিস্তা সহ একাধিক নদী ফুঁসছে। নিচু এলাকা এবং নদীপারের বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। মাইকিং চলছে। এদিকে, জল বাড়তে শুরু করায় শুক্রবার রাত থেকে দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। শুক্রবার রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি, মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন এলাকা–সহ জলপাইগুড়ি পুরসভার ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের তিস্তা পারের বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। অন্যদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী এবং পাহাড়ি ঝোরাগুলিতে জলের স্রোত বাড়ছে। তার জেরে হড়পা বানের আশঙ্কা থেকে যাচ্ছে।
এই পরিস্থিতিতে শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। পরিস্থিতি যে আরও জটিল হয়ে উঠবে তাতে সন্দেহ নেই।
