আজকাল ওয়েবডেস্ক:‌ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌ডানা’। আতঙ্কিত উপকূলবাসী। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব–মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপ এলাকাটি পশ্চিম–উত্তর–পশ্চিম দিকে সরে গেছে এবং পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা হিসেবে আপাতত অবস্থান করছে।


এটি মঙ্গলবার সকালের মধ্যে গভীর নিম্নচাপ ও বুধবার পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর এটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে ওড়িশা–পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছনোর সম্ভাবনা। যা আশঙ্কা তাতে ঘূর্ণিঝড়টি বৃহস্পতি রাত থেকে শুক্র সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুরী ও সাগর দ্বীপের মধ্যে অতিক্রম করার সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকতে পারে ১০০–১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।


এর জেরে ২৩ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জায়গায় রয়েছে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারও থাকছে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও হবে ভারী বৃষ্টি। শুক্রবারও থাকছে ওই এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। 
এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের শুক্রবার অবধি গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সঙ্গে উপকূলবর্তী এলাকায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে ইতিমধ্যেই।