আজকাল ওয়েবডেস্ক: দুই নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনায় দোষীকে ২০ বছরের কারাবাসের নির্দেশ। শুক্রবার মালদহ জেলা আদালত দোষী মসিরুদ্দিন সবজি'র উদ্দেশ্যে এই নির্দেশ দিয়েছে। সাড়ে চার বছর আগে দোষী চকোলেটের লোভ দেখিয়ে বাড়িতে দুই নাবালিকাকে ডেকে এনে এই ঘটনা ঘটিয়েছিল। কারাবাসের নির্দেশ ছাড়াও দোষীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। 

জানা গিয়েছে, ২০২১ সালের ৩মে মালদহের ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা মসিরুদ্দিন দুই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। দু'জনকেই সে চকোলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসেছিল। বিষয়টি নজরে আসে এক শিশুকন্যার মায়ের। এরপর মেয়েকে জিজ্ঞাসা করলে তাঁর কাছে বিষয়টি স্পষ্ট হয়। স্থানীয় ইংরেজবাজার থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ ৬১ বছরের অভিযুক্তকে গ্রেপ্তার করে জেরা করে। প্রথমে অস্বীকার করলেও জেরায় মসিরুদ্দিন ভেঙে পড়ে ঘটনার কথা স্বীকার করে। আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। শুরু হয় বিচার। 

দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত শুক্রবার মসিরুদ্দিনের সাজা ঘোষণা করে। সরকারি আইনজীবী সার্থক দাস জানান, দোষীকে ২০ বছরের কারাবাসের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও দু'বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি দুই নাবালিকাকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)