মিল্টন সেন: রেল অবরোধ হল, কিন্তু অবরোধ তুলতে এল না রেল পুলিশ। পরিষ্কার বোঝা গেল অলিখিত ভাবে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার এই বনধকে সমর্থন করছে। সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়ছেন। বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধকে ঘিরে এই মন্তব্য রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। তিনি বলেন, আর জি করের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি আমরাও চাইছি। তবে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা, মানুষকে দুর্ভোগে ফেলা এটা কাম্য নয়। রাজ্য সরকার এসব বরদাস্ত করবে না’।

 

 

তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করেছেন। পরিবহণ মন্ত্রীর কথায় উঠে এসেছে বাম আমলের প্রসঙ্গও। তাঁর বক্তব্য, বাম আমলে প্রায় পঞ্চাশ হাজার বিরোধী দলের কর্মী খুন হয়েছেন। মিথ্যে মামলা দেওয়া হয়েছে। কিন্তু ২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন, বদলা নয় বদল চাই। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই নির্দেশ মেনেছেন। বদলার রাস্তায় হাঁটেননি।

 

 

স্নেহাশিস বলেন, বিরোধী দল বর্তমান পরিস্থিতিতে রাজ্যে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, ফেক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এটা ঠিক নয়। আর রাষ্ট্রপতি বা রাজ্যপালের মুখ থেকে যখন কোনও দলের কথা বেরোয় তখন তিনি মনে করেন তাঁর চেয়ারটাকে তিনি অসম্মান করছেন। তাঁরা শুধু আর জি কর নিয়ে বলছেন। কেনও সারা ভারতবর্ষের জুড়ে ধর্ষণ মহিলাদের ওপর অত্যাচার নিয়ে একটাও কথা বলছেন না