বাংলার দর্শকদের কাছে তিনি এখনও 'গুড্ডি' বলেই পরিচিত। অভিনয়ের গুণে অল্প দিনেই মন জয় করেছেন সকলের। সেই শ্যামৌপ্তি মুদলি এদিন ২৩ বছরে পা দিলেন। ৪ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি কীভাবে কাটাচ্ছেন তিনি, খোঁজ নিল আজকাল ডট ইন। 


বর্তমানে গৌরব রায়চৌধুরীর সঙ্গে তাঁর প্রথম সিরিজের কাজে ব্যস্ত শ্যামৌপ্তি। তার ফাঁকে জন্মদিন কীভাবে কাটাচ্ছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, "জন্মদিনে আমি কোনও পরিকল্পনা করি না। আমার মা ভীষণ ভাল রান্না করেন। তাই বলে দিই যে এই দিনটিতে কী কী খাব। সেটা ছাড়া জন্মদিনের বাকি পরিকল্পনা কিচ্ছু করি না। বাকি যাঁরা আমার চারপাশের মানুষ, তাঁরাই করেন।" 


সেটার ঝলক ইতিমধ্যেই অভিনেত্রীর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন। সম্প্রতি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি কলকাতার এক জনপ্রিয় রিসর্টের একটি ইভেন্টে গিয়েছিলেন। সেখানেই অভিনেত্রীর জন্য 'বার্থডে সারপ্রাইজ' পরিকল্পনা করে রেখেছিলেন রণজয়। সেদিনের অভিজ্ঞতা জানিয়ে পর্দার 'গুড্ডি' বলেন, "ওই রিসর্টের একটা ইভেন্টে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতি বছরই কোনও না কোনও অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে। কিন্তু ওরা (রণজয় বিষ্ণু) এমন কিছু প্ল্যান করেছে যে সেটা জানতাম না। আর প্রাক্‌-জন্মদিন বলে যে বিষয়টা... সেটা আমি দেখি যে সবাই উদ্‌যাপন করে। আমি কখনও জন্মদিনের আগে জন্মদিন সেলিব্রেট করিনি। ফলে এটাও একটা চমক ছিল। হঠাৎ করেই দেখলাম সবাই মিলে পরিকল্পনা করে, ঘরটা সুন্দর সাজিয়েছে। আমার পছন্দের কেক এনে সারপ্রাইজ দিয়েছে। রাতের খাবারের ভীষণ ভাল ব্যবস্থা ছিল। এই রিসর্টটা আমার পছন্দের, ওদের খাবার খুব ভাল। আসলে, আমি তো ফুডি, ফলে যেখানকার খাবার সুস্বাদু হয়, সেই জায়গাটা আমায় বেশি টানে। আর তেমনই একটা জায়গায় ওরা সারপ্রাইজ দিয়েছে।" 
এদিন বন্ধুকে সারপ্রাইজ দেওয়া ছাড়া আর কোন উপহার দিয়েছেন রণজয়? সেটা খোলসা না করলেও অভিনেত্রী বলেন, "জন্মদিন তো প্রতি বছর আসে। কিন্তু প্রতি বছর একই রকম এফোর্ট দিয়ে একটা মানুষকে বিশেষ ফিল করানোর জন্য যতটা সময় ব্যয় করা হয়, এই যে পরিশ্রম, খাটাখাটনি, পরিকল্পনা করাটা, আমার মনে হয় এটার থেকে বড় আর কিছু হতে পারে না।" 


মায়ের কাছে জন্মদিনে কী কী খাওয়ার বায়না করেছেন সেটাও ভাগ করে নেন অভিনেত্রী। জানালেন দুপুরের মেনুতে কী রয়েছে। শ্যামৌপ্তির কথায়, "পাঁচ রকমের ভাজা তো থাকবেই। তাছাড়া প্রতি বছর যেটা হয়, দু'রকমের মাছ, মাংস, মিষ্টি, বাটা, ভর্তা, আরও প্রচুর কিছু থাকে। এই বছর যেহেতু শ্যুটিংয়ের মধ্যে রয়েছি, তাই একটুখানি.... জন্মদিনের দিন তো, তাই মন ভরে খাব। কিন্তু যাতে অল্প অল্প করে সব খেতে পারি সেটার চেষ্টা করব। কাল থেকে আবার শ্যুটিংয়ে ফিরতে হবে। আমি চাই না এখন আমার শরীরটা কোনও ভাবে খারাপ হোক। তাই পাঁচ রকমের ভাজা, মাছ আর মাংস রয়েছে। মাটন খুব একটা বেশি পছন্দ করি না, তাই চিকেন হবে। আর ওই চাটনি, মিষ্টি, পায়েস, পাঁপড়, কেক তো থাকবেই।"


ছোটপর্দার পর এবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন শ্যামৌপ্তি মুদলি। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই সিরিজের। অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তাঁর অকপট উত্তর, "এখনও অনেকটা শুটিং বাকি, সবেই কাজ শুরু হয়েছে। প্রথম সিরিজ, ফলে অভিজ্ঞতা খুবই ভাল, উচ্ছ্বসিত। সহ-অভিনেতা থেকে শুরু করে টিমের প্রতিটা সদস্য, প্রযোজক সকলে এত ভাল, এত বন্ধুবৎসল যে কী বলি! সবাই খুব মজা করে হইহই করে কাজ করছি।" এবার কি তবে ওয়েব মাধ্যমেই তাঁকে দেখা যাবে নাকি ছোটপর্দায় আবারও ফিরবেন গুড্ডি? হেসে বলেন, "আপাতত এই সিরিজ শেষ হওয়ার পর একটা অন্য প্ল্যাটফর্মের নতুন কাজ আছে। এগুলো শেষ করি, তারপর আবার হয়তো নিশ্চয় ছোটপর্দায় ফিরব।"